ইছামতি মুহাম্মদীয়া আদর্শ দাখিল মাদ্রাসা

ইছামতি আলী নগর,পশ্চিম ঢেমশা ,1নং ওয়ার্ড ,সাতকানিয়া, চট্টগ্রাম,বাংলাদেশ।.
জনাব, আলহাজ্ব মোহাম্মদ মোসলেম উদ্দিন

মাদরাসার প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি অক্টোপাসের মত পেঁচিয়ে আছি এই প্রতিষ্ঠানকে। আশা একটাই হয়ত একদিন নবীর সুপারিশ পাব। মাদরাসা প্রতিষ্ঠায় অনেক সহযুদ্ধা সাথে ছিল এখন নেই। প্রতিষ্ঠান নিজ গতিতে বট বৃক্ষের মত ডাল-পালা মেলে সম্প্রসারিত হচ্ছে দিন দিন। মাদরাসার বাগানের বুলবুলিদের ছুটাছুটি কোলাহল মৃত অন্তরাত্বাকে সঞ্জীবিত ও পুলকিত করে। মাদরাসা শুরু হয়েছিল টিনের ছাউনি ও বাঁশের ঘেরা বেড়া দিয়ে। আজ চুখ ধাঁধানো হরেক রকম আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সরকারি দুটি ভবন, আমাদের প্রচেষ্ঠায় নির্মিত সুবিশাল একটি ইমারত। প্রশস্ত মাঠ, অর্ধশত ওয়াশরুম, চারটি ডিব টিউবওয়েলের বিশুদ্ধ পানি, মাদরাসায় আছে বিজ্ঞান বিভাগ, সাধারন বিভাগ, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, সুবিন্যস্ত পাঠাগার, নুরানী বিভাগ, হেফজ বিভাগ, এতিমখানা, মাদরাসার সাথে সংযুক্ত পোষ্ট অফিস, জামে মসজিদ ও ডলু নদীর উপর নির্মিত ইছামতি মুহাম্মদীয়া ব্রীজ। এ যেন একটি স্বপ্নের রাজ্য। গ্রামের এসব দৃশ্য দেখলে চক্ষু শীতল হয় অন্তর প্রশান্তিতে ভরে যায়। যেই গ্রামের শিক্ষার হার ছিল দশের এর নীচে আজ শতভাগ শিক্ষার হার। মুর্খতার পশুসত্তা বিদায় হয়ে আজ মানুষ আলোকিত, মার্জিত, সুশীল সভ্য-বভ্য। প্রতিষ্ঠান সকল সরকারী নির্দেশনা অনুসরন করবে, পড়া-লেখার গুণগত উন্নয়ন ঘঠাবে, অভিভাবক ও সুধিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে দুর বহুদুর এই প্রত্যাশা অহর্নিশ থাকল।